কোচবিহারে নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে বিঁধলেন শাহ - ডাকঘরা বাজার
🎬 Watch Now: Feature Video
" নন্দীগ্রামে দিদি হারবে। আর গত দু'দফায় যে ৬০ টি আসনে ভোট হয়েছে তার মধ্যে অন্তত ৫০ টি আসনে বিজেপি জিতবে।" শুক্রবার কোচবিহারের ডাকঘরা বাজারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে ভোট প্রচারে এসে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, " উত্তরবঙ্গের মানুষের কাছে আবেদন জানিয়ে যাচ্ছি যাতে সবকটি আসনে বিজেপি জেতে।" এদিন ২০ মিনিটের ভাষণের পুরোটাই রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনায় সরব হন অমিত শাহ।