আসানসোলে তৃণমূলের মাংসভাত, হাতেনাতে ধরলেন অগ্নিমিত্রা - agnimitra paul protests as tmc fists on election day

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 26, 2021, 5:24 PM IST

সপ্তম দফা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের মাংস-ভাত খাওয়ানোর অভিযোগ উঠল ৷ এদিন আসানসোলের জেকেনগর এলাকায় ভোটগ্রহণ কেন্দ্রের 200 মিটারের মধ্যেই ভোটারদের মাংস-ভাত খাওয়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জেকেনগর ওল্ড মাইন্স এলাকায় 239 নম্বর বুথে । খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল । সেখানে একটি আবাসনে দেখা যায় তৃণমূলের পতাকা ও নানা নথি রয়েছে । সেখানেই জমিয়ে চলছিল ওই মাংস-ভাত খাওয়া । ভোটারদের প্রভাবিত করতেই মাংস-ভাত খাওয়ানো হচ্ছিল বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা । তিনি জানিয়েছেন, ঘটনার কথা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে । অভিযোগ, অগ্নিমিত্রা-সহ বিজেপি কর্মীদের ঢুকতে দেখেই যাঁরা খাওয়াচ্ছিলেন এবং যাঁরা খাচ্ছিলেন সবাই পালিয়ে যান । শুধু হাতেনাতে ধরা পড়েন এক যুবক । তিনি যদিও তেমন কিছু জানাতে চাননি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.