ওদের নেতারা সব ভ্যাকসিন নিলে কম তো পড়বেই : দিলীপ ঘোষ - ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10272111-thumbnail-3x2-kkk.jpg)
যতটা পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন ছিল ততটা পাঠায়নি কেন্দ্র ৷ রাজ্যের এই অভিযোগ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ ৷ বিজেপির রাজ্য সভাপতি বলেন, "ওদের নেতারা সব ভ্যাকসিন নিয়ে নিয়েছে ৷ কম তো পড়বেই ৷ কেন্দ্রের টাকা এলে আগে ভাগাভাগি হয়ে যায় । ভ্যাকসিন এল, সেটাও ভাগাভাগি হয়ে গেল ।"