নিজে যাবে না, কাউকে কাশ্মীরে যেতেও দেবে না আতঙ্কিত বাসিরুল - কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলা
🎬 Watch Now: Feature Video
গত মঙ্গলবার, 29 অক্টোবর কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন মুর্শিদাবাদের সাগরদিঘির পাঁচ শ্রমিক ৷ গুলি লেগে জখম আরও এক শ্রমিক জহুরউদ্দিন এখনও হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ রফিকুল, নইমুদ্দিন, মুরশলিম, কামারুদ্দিন, জহুরউদ্দিন ও রফিকদের সঙ্গে একই বাড়িতে থাকতেন বাহালনগরেরই বাসিরুল ৷ ভাগ্যের জোরে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি ৷ কী হয়েছিল সেদিন ? শুনুন বাসিরুলের কথায়...
Last Updated : Nov 1, 2019, 10:47 PM IST