দুর্গাপুরে বসন্ত উৎসবে মাতল যুবক-যুবতিরা - basanta utsav at durgapur
🎬 Watch Now: Feature Video
কোরোনার আতঙ্ক কাটিয়ে শিল্পশহর দুর্গাপুরের যুবক-যুবতিরা মেতে উঠল বসন্ত উৎসবে। দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কে সকাল থেকেই সরকারি বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা প্রাক বসন্ত উৎসবে মেতে ওঠেন। সকাল থেকেই আবিরের রঙে রঙিন হয়ে ওঠে সবাই । আবির খেলার সঙ্গে চলতে থাকে রবীন্দ্রনৃত্য আর রবীন্দ্রসংগীত । এই যুবক-যুবতিদের কথায় কোরোনা আতঙ্কে ওরা ভীত নয়। সব ভীতি দূরে ঠেলে তাঁরা আজ প্রাক বসন্ত উৎসবের সাথে সাথে আন্তর্জাতিক নারী দিবসও পালন করেছে সাড়ম্বরে। দিনভর হই-হুল্লোড়ের সাথে আবিরের রঙে রেঙে ওঠা । আর জমিয়ে খাওয়া দাওয়া।