Baruipur Subdivisional Hospital : তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় প্রস্তুত বারুইপুর মহকুমা হাসপাতাল - বারুইপুর মহকুমা হাসপাতাল
🎬 Watch Now: Feature Video
করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় তৈরি দক্ষিণ 24 পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল (Baruipur Subdivisional Hospital) ৷ স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, এই হাসপাতালের পুরনো বিল্ডিংটি করোনা হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে । সেন্টারের জন্য বরাদ্দ আছে 100টি অতিরিক্ত বেড । কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের আদলে এখানেও বসানো হয়েছে দুটি অক্সিজেন প্ল্যান্ট । 20 জন চিকিৎসক, 25 জন নার্স এবং 40 জন স্বাস্থ্য ও সাফাই কর্মী করোনা রোগীদের পরিষেবা দেবার জন্য প্রস্তুত (Baruipur Subdivisional Hospital is ready to tackle the third wave of covid 19) ।