Night Curfew Arrest At Bankura: নাইট কার্ফু চলাকালীন 10 জনকে গ্রেফতার বাঁকুড়া পুলিশের - নাইট কার্ফু চলাকালীন 10 জনকে গ্রেফতার বাঁকুড়া পুলিশের
🎬 Watch Now: Feature Video
রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ রাজ্য সরকারের নির্দেশে রাত 10টার পর থেকে বিশেষ কারণ ছাড়া চলবে না সাধারণ মানুষের চলাফেরা ৷ বন্ধ রাখতে হবে দোকানপাট। নবান্নের নির্দেশিকা পেয়েই পথে নেমেছে জেলা পুলিশ (Night Curfew Arrest At Bankura)। সোমবার বাঁকুড়া শহরের মাচানতলায় পুলিশ অভিযান চালিয়ে মোট 10 জন পথচারীকে গ্রেফতার করেছে ৷ যার মধ্যে 1 জন মহিলাও রয়েছেন ৷ 8টি মোটর বাইককে আটক করেছে পুলিশ। এই অভিযানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার মহকুমাশাসক সুশান্তকুমার ভক্ত, জেলা পুলিশের ডিএসপি সুপ্রকাশ দাস, বাঁকুড়া থানার আইসি দেবাশিস পাণ্ডা-সহ একাধিক প্রশাসনিক কর্তারা। বাঁকুড়ার মহকুমা শাসক সুশান্তকুমার ভক্ত বলেন, "করোনার চেনকে ব্রেক করার জন্যই এই নৈশ অভিযান ৷ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷"