পাকা চুল, কোলে শিশু; এই রূপেই এখানে পুজো হয় বনদুর্গার - putimari
🎬 Watch Now: Feature Video
কয়েকদিন আগেই শেষ হয়েছে দুর্গাপুজো ৷ কিন্তু কোচবিহারের পুটিমারি গ্রামের মানুষের ব্যস্ততা শেষ হয়নি ৷ সেখানে আগামীকাল আশ্বিন সংক্রান্তিতে হবে বনদুর্গার পুজো ৷ অনেক বছর আগে পুটিমারির তিনজন বাসিন্দা ব্যবসার কাজে বাংলাদেশ থেকে বাড়ি ফেরার পর গ্রামে দুর্গাপুজো করার পরিকল্পনা করেন ৷ তারপরই স্বপ্নাদেশে আদেশ পান দুর্গা নয়, বনদুর্গা পুজো করা হোক ৷ সেই থেকেই শুরু এই পুজোর ৷ তবে মা এখানে বৃদ্ধা । দ্বিভূজা । পাকা চুল । কোলে শিশু ৷
Last Updated : Oct 18, 2019, 9:18 AM IST