গোয়া ফেরত বাস আটকাল বাগুইআটি পুলিশ - গোয়া ফেরত বাস আটকাল বাগুইহাটি পুলিশ
🎬 Watch Now: Feature Video
গোয়া থেকে ফেরত একদল পরিযায়ী শ্রমিকের বাস আটকাল বিধাননগর পুলিশের বাগুইআটি ট্রাফিক গার্ডের কর্মীরা । 29 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে বাসটি আজ সকালে কলকাতায় ফেরে । আজ রাজ্যের সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ ভঙ্গ করার অভিযোগে বাসটিকে আটকায় বাগুইআটি পুলিশ । তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি ।