মমতার পুলিশ জোকার, ছবি তুলে ফেসবুকে দিয়ে দিন : বাবুল - মমতার পুলিশ জোকার বললেন বাবুল
🎬 Watch Now: Feature Video
"পুলিশের কাজ হচ্ছে সাধারণ মানুষকে বাঁচানো ৷ অথচ দেখুন বাংলাদেশের ব্যাটসম্যানের মতো হেলমেট, শরীরে নানারকম বর্ম পরিয়ে এক কিলোমিটার দূরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ৷ এখানে মহম্মদ শামি, ইশান শর্মা, উমেশ যাদবরা রয়েছেন ৷ কিন্তু কেউ বল ছুঁড়বেন না ৷ কারণ আমাদের পার্টি সে রকম নয় ৷ আমরা ইট-পাটকেল ছুড়ি না ৷ কিন্তু পুলিশকে পুরো জোকার বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে ৷ ছবিটা তুলে কেউ ফেসবুকে দিয়ে দিন ৷ এটা হচ্ছে মমতার পুলিশ ৷ " আসানসোলের বারাবনিতে রাজ্য পুলিশকে ঠিক এই ভাষাতেই আজ আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ দেখুন ভিডিয়ো...