অগাস্টের দ্বিতীয় লকডাউনে স্বতঃস্ফূর্ত সাড়া; জনমানবশূন্য বারাসত - অগাস্টের দ্বিতীয় দিনের সম্পূর্ণ লকডাউন
🎬 Watch Now: Feature Video
রাজ্য সরকারের ঘোষিত অগাস্টের দ্বিতীয় দিনের সম্পূর্ণ লকডাউনেও স্বতঃস্ফূর্ত সাড়া মিলল উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে ৷ সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তাঘাট জনমানবশূন্য ৷ বন্ধ বাজার ও দোকানপাট ৷ একমাত্র সচল রয়েছে জরুরি পরিষেবা ৷ 34 ও 35 নম্বর জাতীয় সড়কে শুধুমাত্র পণ্যবাহী গাড়িই যাতায়াত করছে ৷ শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড় গুলিতে পুলিশি তৎপরতা চোখে পড়ার মত ৷
Last Updated : Aug 8, 2020, 7:12 PM IST