Attack on Republic Day celebrations : জমি দখলের জের, হাওড়ায় ক্লাবের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে হামলা - 73rd Republic Day

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 26, 2022, 7:26 PM IST

খেলার মাঠ দখলের রেষ সাধারণতন্ত্র দিবসের (73rd Republic Day) অনুষ্ঠানে ৷ হাওড়ার রঘুদেববাটি এলাকার একটি ক্লাবে পতাকা উত্তলনের সময় সদস্যদের উপর রড ও লাঠি নিয়ে হামলার অভিযোগ (Attack on Republic Day celebrations in Howrah) ৷ ঘটনায় এক ক্লাব সদস্যের মাথা ফেটে গিয়েছে ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ৷ ক্লাব সদস্যরা কিছু না জানাতে চাইলেও ৷ স্থানীয় সূত্রে খবর, রঘুদেববাটির মিতালি সঙ্ঘ ক্লাবটি যে জমিতে রয়েছে সেটি একটি পারিবারিক সম্পত্তি ৷ সম্প্রতি ওই পরিবারের 5 শরিকের মধ্যে 4 জনের সম্মতিতে জমিটি ক্লাব দান করতে সম্মতি জানিয়েছিল ৷ কিন্তু, এক শরিক রাজি নন ৷ সম্প্রতি সেই শরিক তাঁর ভাগের পাওয়ার অফ অ্যাটর্নি অন্য একজনকে দিয়েছেন ৷ অভিযোগ সেই ব্যক্তিই এই হামলা চালিয়েছে ৷ কিন্তু, মাঠ নাকি প্রায় একশো বছরের কাছাকাছি সময় ধরে এলাকার ছেলেমেয়েদের খেলাধূলার জন্য ব্যবহার হচ্ছে ৷ এই মাঠ দখলকে কেন্দ্র করে আদালতেও মামলা চলছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.