জেপি নাড্ডার উপর হামলার ঘটনা উর্দির লজ্জা : ভারতী ঘোষ - জেপি নাড্ডার ওপর হামলা
🎬 Watch Now: Feature Video
আজ বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন,"জে পি নাড্ডার উপর হামলার ঘটনা উর্দির লজ্জা ।" সেদিনের ঘটনার সমালোচনা করে তিনি বলেন, "পুলিশের উচিত ছিল উপযুক্ত আইন প্রয়োগ করে আশপাশে থাকা প্রত্যেককে ওই এলাকা থেকে হটিয়ে দেওয়া । কিন্তু তারা তা করেনি । তাদের তলব করে একদম সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার ।"