শাহের সভার পথে BJP কর্মীদের বাসে হামলার অভিযোগ জাঙ্গিপাড়ায় - বাহানা
🎬 Watch Now: Feature Video
গতকাল শহিদ মিনারে ছিল অমিত শাহের সভা ৷ জাঙ্গিপাড়া থেকে বাসে করে শহিদ মিনারে সেই সভায় যোগ দিতে যাচ্ছিলেন BJP কর্মীরা ৷
অভিযোগ, জাঙ্গিপাড়ার বাহানার কাছে তাঁদের বাস আটকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তাঁদের বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । BJP-র অভিযোগ, তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত ৷ যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে ৷