Attack in BJP Party Office : বনগাঁ বিজেপি জেলা পার্টি অফিসে ভাঙচুর
🎬 Watch Now: Feature Video
বিজেপির জেলা কমিটির ঘোষণার পর শনিবারই পাঁচ মতুয়া বিধায়ক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন । আর তার পরেই এদিন বিকালে বিজেপির বনগাঁ জেলা পার্টি অফিসের সাইনবোর্ড ছিঁড়ে দেওয়া হয় (Attack in BJP Party Office) ৷ যদিও কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি ৷ এ বিষয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, "বিষয়টি আমার জানা নেই । খোঁজ নিয়ে দেখছি ।"
TAGGED:
Attack in BJP Party Office