Atin Ghosh Remove Hoardings : ফল ঘোষণার পরের দিন কর্মীদের সঙ্গে নির্বাচনী হোর্ডিং খুললেন অতীন ঘোষ - atin ghosh news
🎬 Watch Now: Feature Video
পৌর নির্বাচনকে ঘিরে ফ্লেক্স ও হোর্ডিংয়ে ভরে উঠেছিল শহর কলকাতা ৷ চারিদিকের সেই ছবি তুলে ধরে পরিবেশ আন্দোলনের কর্মীরা দৃশ্য দূষণ ও আবর্জনা দূষণের অভিযোগ তুলেছিলেন ৷ গতকাল পৌর নির্বাচনের ফলাফল প্রকাশের পর আজ সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার নির্বাচনী হোর্ডিং খুলতে দেখা গেল 11 নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী অতীন ঘোষকে (atin ghosh remove the election hoardings) ৷ তাঁর কথায়, "আমি নিজে বিজয় মিছিলে যেতে গিয়ে দেখেছি মানুষ দেখতে পারছেন না কিছু ৷ বড় বড় পতাকা ও ফ্লেক্সে ঢেকে গিয়েছে এলাকা । পৌর নির্বাচন ও ফলাফল প্রকাশ শেষ হতেই সমস্ত ফ্লেক্স ব্যানার খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি দলের কর্মীদের ।"