পানীয় জলের সমস্যায় পাণ্ডুয়া ব্লকের কয়েকটি গ্রাম - বেলুন-ধামাসিন গ্রাম পঞ্চায়েত
🎬 Watch Now: Feature Video
পাণ্ডুয়ার বেলুন-ধামাসিন গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । অনেকটা দূর থেকে জল আনতে হয় স্থানীয়দের । গ্রীষ্মকালে এই সমস্যা তীব্র আকার ধারণ করে । এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি । ইটিভি ভারতের @ জনতায় সেই সমস্যার কথা তুলে ধরলেন প্রতিনিধি পলাশ মুখোপাধ্যায় ।