@জনতা : অটোয় আটকে মালদার রথবাড়ি - নীহাররঞ্জন ঘোষ
🎬 Watch Now: Feature Video
মালদা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি রথবাড়ি মোড়। এই মোড় দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক। শহরে ঢোকার মূল রাস্তাও বেরিয়েছে এই মোড় থেকে। বেরিয়েছে রেল স্টেশন যাওয়ার রাস্তা। এখানেই গড়ে উঠেছে অবৈধ অটোস্ট্যান্ড ৷ এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। সাধারণের সেই সমস্যার কথা ইটিভি ভারত-এর @জনতা-য় ।
Last Updated : Nov 28, 2020, 7:03 AM IST