শাসকদলকে জিজ্ঞাসা করুন, আলু সিন্ডিকেটে কারা যুক্ত : রাজীব - প্যান্ডোরা বক্স
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10489412-thumbnail-3x2-rb.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায় বনসহায়ক পদে নিয়োগের দুর্নীতির অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুললেন । আর তাতেই শাসকদলকে একহাত নিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "বিভিন্ন কেলেঙ্কারি যখন সামনে আসছে তখন ভেবেছিলাম আমি আর মুখ খুলব না । কিন্তু আপনি প্যান্ডোরা বক্স খুলে দিলেন । শাসকদলকে জিজ্ঞাসা করুন, আলু সিন্ডিকেটে কারা যুক্ত ।"