কল্যাণপুরের আদি পুজোয় 'স্বপ্নের উড়ান' - puja theme
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4655798-thumbnail-3x2-asansole.jpg)
আসানসোলের কল্যাণপুরের আদি পুজো এবার 51 তম বর্ষে পদার্পণ করল ৷ এবারের থিম 'স্বপ্নের উড়ান' ৷ সুখের স্বপ্নের পর যে প্রশান্তি আসে তা নানা মুখের ভিড়ে ধরা পড়েছে পুরো মণ্ডপজুড়ে ৷ মানুষ যখন সুখের স্বপ্ন দেখে, তখন তার মুখে যে প্রশান্তির ছাপ ফুটে ওঠে তা চিত্রিত হয়ে উঠেছে মণ্ডপজুড়ে ৷