ছটপুজোয় ভিড় শহরের কৃত্রিম জলাশয়গুলিতে - রবীন্দ্রসরোবর
🎬 Watch Now: Feature Video
ছটপুজোয় কলকাতার কৃত্রিম জলাশয়গুলোতে ছিল উপচে পড়া ভিড় । শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নিজের এলাকায় কৃত্রিম পুকুরগুলিতে হাজির হয়েছিলেন এদিন ছট পুজো করতে । শহরের বিভিন্ন প্রান্তে কৃত্রিম পুকুর তৈরি করেছে কলকাতা পৌরনিগম । শহরে প্রায় 132 টি ঘাট তৈরি করা হয়েছে ছটপুজোকে কেন্দ্র করে । মানুষ যেমন রবীন্দ্রসরোবরে ছটপুজো করতে গেলেন না, তেমনই নিজেদের এলাকায় তৈরি হওয়া কৃত্রিম জলাশয়গুলিতে তাঁরা ছটপুজো পালন করলেন ।