যশের মোকাবিলায় দিঘায় সেনাবাহিনী
🎬 Watch Now: Feature Video
সুপার সাইক্লোন যশের মোকাবিলায় অবশেষে দিঘায় নামল সেনাবাহিনী ৷ 26 মে অর্থাৎ বুধবার গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ । গতবছর আমফানের মোকাবিলার জন্যে সেভাবে তৈরি ছিল না রাজ্য । জেলা-সহ সমস্ত উপকূলবর্তী এলাকায় ছিল না পর্যাপ্ত বিপর্যয় মোকাবিলা দল । ফলে প্রবল ক্ষতির সম্মুখে পড়তে হয়েছিল । সেই ভুল যাতে আর না হয় তাই এই বছর সুপার সাইক্লোন যশের মোকাবিলার জন্য এনডিআরএফের টিম, এসডিআরএফ টিম এবং রয়েছে ভারতীয় নৌবাহিনীর দলের পাশাপাশি অবশেষে সংযোজন করা হয়েছে সেনাবাহিনীকেও । মঙ্গলবার রাতে যশের মোকাবেলার জন্য দিঘায় নামল সেনাবাহিনী । 60 জনের একটি দল নিউ দিঘার একটি হোটেলে ওঠে । সেনাবাহিনীর কাছে রয়েছে গাছ কাটার মেশিন । বড় বড় মই-সহ অন্যান্য উন্নত মানের উদ্ধারের সরঞ্জাম ।