'তিরন্দাজ' দিলীপ ঘোষ - kolkata
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4897181-thumbnail-3x2-dilip.jpg)
সল্টলেকে SAI কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিরন্দাজিতে অংশ নিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ SAI-র কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শুনলেন তিনি ৷ প্রশিক্ষণ চলাকালীন তিরধনুক নিয়ে তিরন্দাজের ভূমিকায় দেখা গেল তাঁকে ৷ তিনি তির ছুঁড়লেন ও লক্ষ্যভেদও করলেন ৷