ভোটের খরচ তুলতেই অবৈধ বালি উত্তোলন, নাম না করে অনুব্রতকে কটাক্ষ অনুপমের
🎬 Watch Now: Feature Video
লকডাউনের মাঝেও বীরভূমে বেআইনিভাবে বালি তোলার কাজ চলছে ৷ ইতিমধ্যেই এনিয়ে একাধিক অভিযোগ তুলেছে স্থানীয়দের একাংশ ৷ আজ এনিয়ে সরব হন BJP নেতা অনুপম হাজরা ৷ নাম না করে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও আক্রমণ করেন তিনি ৷ বলেন, "এলাকার তৃণমূল নেতাদের মদতেই চলছে বালির কারবার । নদীর ঘাট সংলগ্ন এলাকাগুলিতে কোনও ওয়াচ টাওয়ার, CCTV নেই । আসলে এর পিছনে প্রশাসনের মদত রয়েছে ৷ বীরভূমের জেলা সভাপতি মুখ্যমন্ত্রীর খুব কাছের ৷ তিনিই এসব কন্ট্রোল করেন । বালির খাদান থেকে তৃণমূলের একটা বড় ট্যাক্স উঠে আসে ৷ এখান থেকেই তো ভোটের খরচ উঠবে ৷"