অনুব্রত মণ্ডল হাওড়ায় গিয়ে জ্যোতিষ চর্চা করুক : সৌমিত্র - Anubrata Mondal should be practiced in howrah
🎬 Watch Now: Feature Video
কেতুগ্রামের জনসভা থেকে অনুব্রত মণ্ডল বলেছেন, বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস 220-র বেশি আসন না পেলে রাজনীতি ছেড়ে দেবেন । সেই প্রসঙ্গে বিজেপি নেতা সৌমিত্র খাঁ বলেন, "অনুব্রত মণ্ডলের জ্যোতিষ চর্চা করা উচিত । অনুব্রতবাবুকে বলা হয়েছে উনি যেন জ্যোতিষী হয়ে হাওড়ায় জ্যোতিষ চর্চা করেন । দেখবেন কোনদিন আবার বিজেপিতে এসে যোগ দিয়েছেন উনি ।"