খোল-করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তনে শুভেন্দু - পরিবহন মন্ত্রী
🎬 Watch Now: Feature Video
রবিবার রাতে রাজ্যের পরিবহনমন্ত্রীকে দেখা গেল একেবারে অন্য মেজাজে । করতল হাতে সকলের সঙ্গে কীর্তন করতে দেখা গিয়েছে তাঁকে । গতকাল কাঁধে খোল ঝুলিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন শুভেন্দু অধিকারী । স্বাভাবিকভাবে মন্ত্রীকে এভাবে দেখে ভিডিয়ো করে রাখেন অনেকেই । পরে তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । প্রতি বছরই হলদিয়ায় পাতিখালির সংকটমোচন হনুমানজির মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী । এবছরও তার ব্যতিক্রম হয়নি । রবিবার 10টা নাগাদ মন্দির প্রাঙ্গণে পৌঁছে যান শুভেন্দুবাবু । সেখানে হনুমানজির মূর্তির সামনে প্রণাম সেরে অংশগ্রহণ করেন সংকীর্তনে । সেখানেই কীর্তনীয়াদের কাছ থেকে নিজের কাঁধে খোল নিয়ে তা বাজিয়ে মেতে ওঠেন সংকীর্তনে। অনুষ্ঠান মঞ্চে শুভেন্দুবাবু বেশ কয়েকজনের হাতে হেলমেট তুলে দিয়ে ''সেভ ড্রাইভ সেভ লাইফ'' কর্মসূচিও পালন করেন।