"একজন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মিথ্যা তথ্য পরিবেশন মানায় না" - নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
উনি কিছু কিছু কথা কাল সম্পূর্ণ মিথ্যা বলে গেছেন ৷ "গার্বেজ অফ লাই ৷" গতকাল আমি উত্তর দেব ৷ উনি বলেছেন আমরা নাকি শিল্পে জ়িরো ৷ কিন্তু আমরা এমএসএমই-তে নাম্বার ওয়ান ৷ উনি বলেছেন আমরা নাকি গ্রামীণ রাস্তা তৈরি করতে পারিনি ৷ কিন্তু ভারত সরকারের তথ্য বলছে, আমরা নাম্বার ওয়ান ৷ আমাদের তথ্য না ৷ সুতরাং একজন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মিথ্যা তথ্য পরিবেশন করা মানায় না ৷ নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷