রেশন দুর্নীতি, গ্রাহকদের সঙ্গে বচসায় জড়ালেন BJP নেত্রী - alleged corruption in ration
🎬 Watch Now: Feature Video
রাজ্যজুড়ে রেশন দুর্নীতি নিয়ে বাড়ছে বিক্ষোভ । এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলায় রেশনে দুর্নীতির অভিযোগে পরিদর্শনে বেরিয়ে খাগড়া অঞ্চলে গ্রাহকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন BJP রাজ্য মহিলা মোর্চার নেত্রী অনামিকা ঘোষ । খাগড়া অঞ্চলে পরিদর্শনের সময় একটি রেশন দোকানের ডিলারের সঙ্গে কথা বলার কারণে সময় নষ্ট হচ্ছে বলে অভিযোগ তোলেন এক গ্রাহক । আর তাতেই কথা কাটাকাটি থেকে রীতিমতো বচসার সূত্রপাত ।