ডেপুটেশনের নাম পঞ্চায়েতে ভাঙচুরের অভিযোগ BJP-র বিরুদ্ধে - হুগলিতে BJP-র খবর
🎬 Watch Now: Feature Video
পঞ্চায়েত অফিস ভাঙচুরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনায় জখম হয়েছেন এক পুলিশকর্মী ও পাঁচ তৃণমূলকর্মী । পোলবা দাদপুর ব্লকের সাটিথান পঞ্চায়েতের ঘটনা । আমফান ও 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে এসেছিলেন BJP কর্মীরা । সেইসময়েই মাকালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । সাটিথান গ্রাম পঞ্চায়েতের বাইরে উত্তেজনা বাড়তে থাকে । ইটপাটকেল ছোড়া হয় পঞ্চায়েতে । দাদপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।