Puja Parikrama: আলিপুরদুয়ারের মুক্তিপাড়া সর্বজনীনের পুজো বোঝাবে ইন্টারনেটের সুফল-কুফল - in-our-life
🎬 Watch Now: Feature Video
আলিপুরদুয়ারের মুক্তিপাড়া সর্বজনীনের থিম ইন্টারনেটের জাল । গোটা বিশ্বজুড়ে সেই জালে কীভাবে সকলে আটকে পড়ছে, সেটাই থিমের মাধ্যমে মণ্ডপে তুলে ধরা হয়েছে । ইন্টারনেটকে আমার সংক্ষেপে নেট বলে থাকি । সেই ইন্টারনেটের জালকেই পুজোয় দর্শনাথীদের কাছে থিম হিসেবে তুলে ধরছে মুক্তিপাড়া সর্বজনীন । গোটা পৃথিবীজুড়ে দেদার ব্যবহার হচ্ছে ইন্টারনেটের । স্মার্টফোনের দৌলতে যা সকলের হাতের মুঠোয় । এদিকে সেই ইন্টারনেটের জালে আটকে পড়েছে শৈশব থেকে বার্ধক্যও । বেশ কয়েক বছর ধরেই বিগ বাজেটের থিম পুজোর আয়োজন করে আসছে মুক্তিপাড়া সর্বজনীন । নেটের মাধমে চলা বিভিন্ন অনলাইন গেম ও ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আসক্ত হয়ে পড়েছে অনেকেই । এছাড়াও টেলিকম সংস্থার মোবাইল টাওয়ার থেকে ছড়িয়ে পড়া রেডিয়েশনের প্রভাব পড়েছে পাখিদের উপর । আবার ইন্টারনেটের ভাল দিকও রয়েছে । দীর্ঘ করোনা প্যানডেমিক পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ থাকায় ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে পঠন-পাঠন করছে ছাত্র-ছাত্রীরা । এসব দিকও তুলে ধরা হয়েছে ।