রামনগরে 70 শয্যার সেফ হোমের উদ্বোধন অখিল গিরির - দীঘায় সেফ হোম
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11822240-thumbnail-3x2-jnu.jpg)
রামনগরে সেফ হোমের উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি৷ দিঘায় অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দফতরের আবাসনে 70 শয্যাবিশিষ্ট সেফ হোমের উদ্বোধন করেন তিনি ৷ উপস্থিত ছিলেন দিঘা রাজ্য জেনারেল হাসপাতালের সুপার চিকিৎসক সন্দীপ বাগ, রামনগর এক ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র ।