পুরুলিয়ায় একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ AIDYO-র কর্মীদের - AIDYO-র কর্মীদের অবস্থান বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
সরকারি সমস্ত শূন্যপদে নিয়োগ, SSC পরীক্ষা চালু, চাকুরির পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবি নিয়ে সরব পুরুলিয়ার অল ইন্ডিয়া DYO-র কর্মীরা ৷ গতকাল পুরুলিয়া শহরের জুবিলি ময়দানে সমবেত হন কর্মীরা ৷ তারপর সেখান থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে যান ৷ জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় ৷ ঘণ্টাখানেক বিক্ষোভ প্রদর্শনের পর একাধিক দাবি জেলাশাসক দপ্তরে জমা দেন সংগঠনের নেতাকর্মীরা ৷