Agnimitra Mocked Mamata : "পশ্চিমবঙ্গের মাইয়াকে সুবুদ্ধি দিক ছট মাইয়া", ছটপুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অগ্নিমিত্রার - ছট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13604502-thumbnail-3x2-agni.jpg)
"পশ্চিমবঙ্গে যে মাইয়া আছে তাঁকে সুবুদ্ধি দিক ছট মাইয়া", দামোদরে ছটপুজো করে এমনই প্রার্থনা করলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাশন দাশু জানান, উনি কতদিন বিজেপিতে থাকেন সেটাই সন্দেহের । আবার বড় বড় কথা বলছেন । রাজ্য সরকারের প্রকল্পগুলোতে সাধারণ মানুষ কতটা উপকৃত হয়েছে তা উনি জানবেন কি করে ? হাইফাই মানুষ ওনারা ৷ তৃণমূলস্তরের মানুষদের সঙ্গে ওনারা কথা বলেন না ৷