দিলীপকে ভাইফোঁটা অগ্নিমিত্রার - অগ্নিমিত্রা পল
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9556607-467-9556607-1605507838603.jpg)
দলের সদর কার্যালয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ভাঁইফোটা দিলেন BJP-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল ৷ ফোঁটা নেওয়ার পর দিলীপবাবু বলেন, " প্রতিবছরই আমি ভাইফোঁটার এই কর্মসূচিতে অংশ নিই । BJP-র মহিলা মোর্চার সবাই আমাকে ফোঁটা দেন । এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি । " উপহার হিসেবে দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পলকে হাজার টাকা এবং অগ্নিমিত্রা পল দিলীপবাবুকে পাঞ্জাবি দেন ৷