সবুজসাথীর সাইকেল থেকে বঞ্চিত, বিক্ষোভ পড়ুয়াদের - সবুজসাথী প্রকল্প
🎬 Watch Now: Feature Video
সবুজসাথী প্রকল্পের সাইকেল না মেলায় মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল কয়েকশো ছাত্র ছাত্রী । জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের গত তিন বছর থেকে সাইকেল দেব দেব বলে এখনও সাইকেল দেওয়া হয়নি । পড়ুয়াদের বক্তব্য, এরপর তারা পাশ করে স্কুল থেকে বেড়িয়ে যাবে । সবুজসাথী সাইকেল থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে । তাদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণে 1017 জন পড়ুয়া সবুজসাথী প্রকল্প থেকে বঞ্চিত ।