একাধিক দাবিতে বিক্ষোভ পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজ়ুয়াল এমপ্লয়িজ় সমিতির - agitation by West Bengal College Casual Employees Association
🎬 Watch Now: Feature Video
সম কাজে সম বেতন, কাজের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজ়ুয়াল এমপ্লয়িজ় সমিতির পুরুলিয়া জেলা শাখা l আজ স্মরকলিপি দেওয়ার আগে মিছিল করেন সংগঠনের সদস্যরা l মিছিলের পর জেলাশাসকের অফিসের বাইরে অবস্থানে বসেন তাঁরা । সংগঠনের সদস্য মালতি মাহাত বলেন, "কলেজের অস্থায়ী কর্মীরা খুবই কম বেতনে কাজ করে আসছে l কাজের স্থায়িত্ব নেই l তাই কাজের সরকারি স্বীকৃতি, PF-এর আওতাভুক্ত করা, সম কাজে সম বেতন সহ একাধিক দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ৷"
TAGGED:
পুরুলিয়া