কলকাতায় ফের ঝুপড়িতে আগুন - gurusadoy road
🎬 Watch Now: Feature Video
24 ঘণ্টা কাটতে না কাটতেই আবারও কলকাতার ঝুপড়িতে আগুন লাগল ৷ নারকেলডাঙার পর এবার আগুনের গ্রাসে পুড়ল কড়েয়া থানা এলাকার গুরুস্বদয় রোডের ঝুপড়ি ৷ ঠিক কি কারণে আগুন লাগল তা এখনও অস্পষ্ট ৷ এলাকার বাসিন্দাদের দাবি এর সাথে প্রমোটিং চক্র যুক্ত থাকতে পারে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের 4 টি ইঞ্জিন ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ৷ ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি ৷