ফের ডুবল বাংলাদেশি বার্জ - কুলপি থানার মন্তেশ্বর খাল এলাকার হুগলি নদীর চরে
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ 24পরগনার পূজালি থেকে সিমেন্টের ছাই নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল বার্জটি । অসতর্কতার কারণে বার্জটি আটকে যায় কুলপির মন্তেশ্বর খাল এলাকার হুগলি নদীর চরে। আজ সকালে স্থানীয় মানুষজন দেখে খবর দেয় কুলপি থানায় । খবর দেওয়া হয় পোর্ট ট্রাস্টে । জোয়ার আসতেই আটকে যাওয়া বার্জ তলিয়ে যায় হুগলি নদীতে ।
Last Updated : Apr 9, 2020, 4:04 PM IST