বিয়ের পরদিন দেহ মিলল রানাঘাটের যুবকের - রানাঘাট
🎬 Watch Now: Feature Video
বিয়ের পরদিন দেহ মিলল যুবকের ৷ বুধবার রাতে বিয়ে করে বাড়ি ফিরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক, মনে করা হচ্ছে এমনই ৷ ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার রাবণবড় এলাকার। মৃতের নাম প্রসেনজিৎ বিশ্বাস (30) ৷ মঙ্গলবার বিয়ে করতে গিয়েছিল সাহেবডাঙায় । বিয়ে করে বাড়ি ফিরে গতকাল সকালে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন ৷ কিন্তু আর বাড়ি ফিরে আসেননি ৷ পরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির পাশের একটি বাগান থেকে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে ৷