Rhino carcass : তোর্সায় উদ্ধার পূর্ণবয়স্ক গন্ডারের মৃতদেহ, শিং অক্ষত - জলদাপাড়া জাতীয় উদ্যান
🎬 Watch Now: Feature Video
আলিপুরদুয়ারে 1 নম্বর ব্লকে তোর্ষা নদীর শিলবারী ঘাট ৷ সকালে নদীর ধারে বালি-পাথর কড়ুতে এসেছিলেন স্থানীয়রা ৷ একটি বিশালাকৃতি দেহ ভেসে যেতে দেখেন তাঁরা ৷ হাতি নাকি গন্ডার ? পরে 8 জন মিলে সেই জন্তুর দেহ পাড়ে টেনে এনে বুঝতে পারেন সেটি একটি পূর্ণবয়স্ক গন্ডারের মৃতদেহ । জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বন দফতরের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় তুলে নিয়ে যান দেহটি । গন্ডারের শিং অক্ষত ছিল ৷ ময়না তদন্তের পর গন্ডারের মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷