Kanchan on Babul : অগতির গতি তৃণমূল, এটা বুঝেছেন বাবুল : কাঞ্চন মল্লিক - বাবুলের তৃণমূলে যোগদান
🎬 Watch Now: Feature Video
বাবুল সুপ্রিয় সব কিছু হারিয়ে বুঝেছেন অগতির গতি তৃণমূল কংগ্রেস ৷ মানুষের শুদ্ধিকরণ দরকার, জানালেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ ভবানীপুরে প্রচারে বাবুল সুপ্রিয়র নাম থাকা প্রসঙ্গে তিনি বললেন, "আমিও ভবানীপুর নিবাসী ৷ খেলা হবে ৷" আর রাজ্যে বিজেপি থাকবে কি না, সেই প্রশ্নটা বিজেপিকে করলে ভাল হবে বলে খেলার মাঠে এগিয়ে গেলেন বিধায়ক ৷
Last Updated : Sep 19, 2021, 2:08 PM IST