Abhishek Banerjee : গোসাবা থেকে গোয়া-ত্রিপুরা জয়ের হুঁশিয়ারি অভিষেকের - Goa
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13436633-479-13436633-1634994935576.jpg)
আগামী 30 অক্টোবর দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা আসনে উপনির্বাচন ৷ শনিবার সেখানে প্রচারে যান তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি ওই সভা থেকে গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলকে সর্বোচ্চ ব্যবধানে জেতানোর আহ্বান জানান এলাকার মানুষের কাছে ৷ একই সঙ্গে তোপ দাগেন কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে ৷ গোয়া ও ত্রিপুরায় বিজেপিকে হারানোর হুঁশিয়ারি দেন ৷ পাশাপাশি দাবি করেন যে তৃণমূলই একমাত্র বিজেপিকে হারাতে পারবে ৷ কংগ্রেস পারবে না ৷