কেউ লিফটে ওঠেনি-প্যারাসুটে নামেনি, শুভেন্দুকে জবাবি আক্রমণে অভিষেক - শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
31 অক্টোবর আর 29 নভেম্বর । মাঝে ব্যবধান প্রায় 1 মাসের । নন্দীগ্রামের মাটি থেকে 31 অক্টোবর কারও নাম না করে যে আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, প্রায় একমাস মুখ না খুললেও আজ তার জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । শুভেন্দু বলেছিলেন, "আমি প্যারাসুটেও নামিনি এবং লিফটেও উঠিনি । সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি ।" তার জবাবি আক্রমণে অভিষেক বললেন, "তৃণমূল কংগ্রেস যারা করে, কেউ প্যারাসুটে নামেনি । কেউ লিফটে ওঠেনি । তৃণমূল কংগ্রেস যারা করে তারা কেউ রাতারাতি নেতা হয়নি ।" আরও বলেন, "কেউ কেউ অনেক কিছু বলে । সাধুবাদ জানাই । গণতান্ত্রিক অধিকার সকলের আছে । লিফটে উঠলে পঁয়ত্রিশটা পদের অধিকারী আমিও হতাম । প্যারাসুটে নামলে দক্ষিণ কলকাতায় নির্বাচনে লড়তাম । দক্ষিণ কলকাতায় আমার বাড়ি ।" বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি আরও বলেন, "তৃণমূল বুথস্তরের দল, দল মায়ের মতো । মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় । মায়ের নাম তৃণমূল কংগ্রেস । মায়ের সাথে কেউ বেইমানি যদি করে, আপনারা ছেড়ে কথা বলবেন ?"
Last Updated : Nov 29, 2020, 6:07 PM IST