বিদ্যুতের খুঁটিতে ওঠার জন্য অভিনব জুতো ! - তো বানিয়ে তাক লাগাল রায়গঞ্জের বাসিন্দা আখতার আলি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10503401-79-10503401-1612456629906.jpg)
এখন থেকে আর বিদ্যুতের খুঁটিতে ওঠার জন্য প্রয়োজন নেই লম্বা মইয়ের। তরতর করে মই ছাড়া উঠে পড়া যাবে উঁচু উঁচু বিদ্যুতের খুঁটিতে। কিভাবে তা দেখে নিতে হলে যেতে হবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়ায় আখতার আলির কাছে। আখতার আলি অভিনব এক ক্লাইম্বিং জুতো আবিষ্কার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। সামান্য ভারি লোহার এই ক্লাইম্বিং জুতো পড়ে খুব সহজেই উঠে পড়া যাচ্ছে বিদ্যুতের খুঁটিতে। ইতিমধ্যেই গ্রামে গঞ্জে বিদ্যুৎ বিভ্রাট সামাল দিতে ডাক পড়ছে আখতারের।