মল্লিকপুরে বাড়ি থেকে উদ্ধার যুবতির রক্তাক্ত মৃতদেহ, 2 ননদ গ্রেপ্তার - যুবতিকে কুপিয়ে খুনের অভিযোগ শওহরের বিরুদ্ধে
🎬 Watch Now: Feature Video
যুবতিকে কুপিয়ে খুনের অভিযোগ শওহরের বিরুদ্ধে ৷ বারুইপুর থানার মল্লিকপুরের আমবাগানের ঘটনা ৷ মৃতের পরিবার সূত্রে খবর, এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন জুলেফা বিবি ও আকবর আলি । মত্ত অবস্থায় আকবর প্রায়ই অত্যাচার চালাত বিবির উপর ৷ গত তিনদিন ধরে ভাড়ার রসিদে কার নাম থাকবে তা নিয়ে চরম অশান্তি শুরু হয় ৷ অভিযোগ, গতকাল বঁটি দিয়ে বিবির গলা কেটে দেয় আকবর । পরে জুলেফার পরিবারের লোকজন কাপড় জড়ানো অবস্থায় তাঁর মৃতদেহ ঘর থেকে উদ্ধার করে ৷ বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে । ইতিমধ্যে তারা জুলেফার দুই ননদকে গ্রেপ্তার করেছে । তবে আকবর ফেরার । তাকে খুঁজছে পুলিশ ।