ফের সুখবর! দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি গোরাল শাবক - মিশমি টাকিন
🎬 Watch Now: Feature Video
আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ফের সুখবর দার্জিলিং চিড়িয়াখানায়। করোনার মধ্যে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক নতুন অতিথিতে ভরে উঠেছে। দু'দিন আগেই পার্কে জন্ম হয়েছে রেড পান্ডা শাবকের। এবার আরও এক নতুন অতিথি ৷ জন্ম হয়েছে একটি ফুটফুটে গোরালের। মা রুকসানা ও বাবা সুরজ। এই ফুটফুটে মেয়ে শাবকটি মিলিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় গোরালের সংখ্যা বেড়ে হল ২৬। মা ও ওই শাবক দু‘জনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার ডিরেক্টর ধর্মদেও রাই। এর আগে পার্কে লাল অতিথি পাঁচটি রেড পান্ডা, তিনটে স্নো লেপার্ড, একটি মিশমি টাকিন, দুটি লেজার ক্যাট শাবকের জন্ম হয়েছে।