জামুড়িয়ায় প্রতিবন্ধী চপ বিক্রেতাকে লাঠিপেটা, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী - জামুড়িয়া
🎬 Watch Now: Feature Video
জামুড়িয়ার মদনতোড় পঞ্চায়েতের তালতোড় গ্রামের তৃণমূল কর্মীকে লাঠিপেটার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । খবর পেয়ে সেখানের তৃণমূলের প্রার্থী হরেরাম সিংহ পৌঁছান ঘটনাস্থলে । তৃণমূলের প্রার্থী হরেরাম সিং জানান " জামুড়িয়ার মদনতোড় পঞ্চায়েতের লাইকাপুর বুথ থেকে 500 মিটার দূরে একজন প্রতিবন্ধী চপের দোকান । এরপর চুরুলিয়া আইসি দিব্যেন্দু মুখোপাধ্যায় ও কেন্দ্রীয় বাহিনীর পুলিশ বেধড়ক মারধর করে ওই প্রতিবন্ধীকে ।" ব্যাপক লাঠি চার্জ করে বলেও অভিযোগ । চপের দোকানও তছনছ করা হয়েছে বলে জানা গিয়েছে ।