নাচ-আবৃত্তি-স্তোত্রপাঠে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে অদ্রিজা - Adrija honored with india book of records
🎬 Watch Now: Feature Video
বয়স মাত্র 8 বছর । অথচ আবৃত্তি, নাচ এবং স্তোত্রপাঠে সিদ্ধহস্ত । ছবি আঁকাতেও রয়েছে নিপুণ দক্ষতা । মাত্র 5 মিনিটের মধ্যেই সাত-আটটি চরিত্র এঁকে ফেলতে পারে । স্তোত্রপাঠের সময় স্পষ্ট সংস্কৃত উচ্চারণে শ্রোতাদের মুগ্ধ করে । সেই সঙ্গে সমান তালে চলছে পড়াশোনাও । মাত্র আটেই বাজিমাত করেছে ডায়মন্ড হারবারের পিরিজপুরের বাসিন্দা অদ্রিজা মুখোপাধ্যায় । নাচ, আবৃত্তি, ছবি আঁকা, স্তোত্রপাঠের জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এর খেতাব জিতে নিয়েছে সে ।