কামড়ে তুলেছে গাল, কুকুর আতঙ্কে নদিয়ার বীরনগর - dog attack in birnagar
🎬 Watch Now: Feature Video
কুকুর আতঙ্ক নদিয়ার বীরনগরে । বাজার এলাকায় পথযাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ছে কুকুর ৷ এমনকি এক শিশুর গাল থেকেও মাংস তুলে নিয়েছে ৷ ঘটনায় 8-9 জন আহত ৷ বর্তমানে তারা রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এর জেরে আতঙ্কিত বীরনগরবাসী ৷ পৌরসভার তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ।