আসানসোলের খুদের গলায় "বন্দেমাতরম", ভাইরাল ভিডিয়ো - 74th Independence Day
🎬 Watch Now: Feature Video
বয়স সবে পাঁচ বছর । কথা এখনও আধো-আধো । কিন্তু, স্বাধীনতা দিবসে "বন্দেমাতরম" গেয়ে চমকে দিয়েছে আসানসোলের বৈভব । স্বাধীনতা দিবসের দিন সকালে বৈভবের বাবা ইন্দ্রনাথ মুখোপাধ্যায় দেশ রাগের উপর বৈভবের গাওয়া "বন্দেমাতরম" গানটি ফেসবুকে খুব সাধারণভাবে পোস্ট করেছিলেন । পোস্টটি করার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি ।